আবুল হাসান ফায়েজ,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোর রাতে নাসিরনগর উপজেলার লক্ষীপুরগ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হল- নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের বরজু মিয়ার ছেলে শাহজাহান(৩০) এবং মাধবপুর উপজেলার চাড়াভাঙ্গা এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে বিল্লাল (২৭)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, গত ১৩ এপ্রিল বিকেলে রতনপুর বাসষ্ট্যান্ড থেকে উপজেলার পিয়াইম গ্রামের মিয়া ধনের ছেলে আব্দুল মালেককে(৩০)অপহরনকারী চক্ররা তুলে নিয়ে লক্ষীপুর গ্রামে একটি বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃতার ভাই আব্দুল খালেক বাদি হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহৃত আব্দুল মালেলকে উদ্ধার সহ ২ অপহরণকারী গ্রেফতার করে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, রোববার দুপুরে ২ অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।