রত্নদীপ দাস রাজু ,নবীগঞ্জ থেকে : মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে ও পুনরায় প্রবর্তনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কর্মসূচীরর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে আজ দুপুড় ১২ ঘটিকায় মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীরপ্রতিকের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন- সাবেক ডেপুটি কমান্ডার মৌলুদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা নিবারন দাশ, আব্দুর রফিক, গজেন্দ্র চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক আহবায়ক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধা সন্তান রূপায়ন দাশ, নিজমুল চৌধুরী প্রমুখ।
মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।