নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ১ মাসের ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমানকে দায়িত্ব অর্পন করা হয়েছে।
গত ৬ই মার্চ শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক চিকিৎসা জনিত কারনে কর্তৃপক্ষের মাধ্যমে ১ মাসের ছুটিতে যান। ফলে কর্তৃপক্ষ উপজেলার দক্ষ সহকারী ( সিনিয়র) শিক্ষা অফিসার হিসেবে মোঃ জামসেদুর রহমানকে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারে দায়িত্ব প্রদান করেন।
উল্লেখ্য, ইতিপুর্বে জনাব মোঃ জামসেদুর রহমান দীর্ঘদিন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি তার দায়িত্ব চলাকালীন সময়ে উপজেলার শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।