ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে (১৪ এপ্রিল)বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন (বীরপ্রতীক),ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান,সাইম উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল বারী,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিন্দু সুত্র ধর, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন,উপজেলা শিশুশিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক,দৈনিক বিজয়ের প্রতিধ্বনি নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ,দৈনিক তরুণ কন্ঠ প্রতিনিধি ছনি চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আওয়াল,ইউআরই কর্মকর্তা জাকির হোসেন,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা,আশরাফ উদ্দিন,মোয়াজ্জেম হোসেন,একটি খামার একটি বাড়ি সমন্বয়কারী মুমেদ মিয়া, দৈনিক প্রথমভোর প্রতিনিধি সানিউর রহমান তালুকদার,দৈনিক প্রভাকর প্রতিনিধি জসিম তালুকদার,দৈনিক হবিগঞ্জের আয়নার প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম,দৈনিক স্বদেশ জমিন প্রতিনিধি কাজী মুছা, দৈনিক বিবিয়ানার স্টাফ রিপোর্টার এসএম আমির হামজা।
সভায় সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের সিদ্বান্ত গৃহীত হয় ।