ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব)ইউনিয়নে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে ও পূর্ব আক্রোশের জের ধরে সংখ্যালঘু বাড়িঘরে হামলার, ভাংচুর দুগ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে ।
এঘটনায় মহিলাসহ প্রায় ৩০জন আহত হয়েছেন । গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ৩নং ওয়ার্ড আমড়াখাইর গ্রামে এঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ৩ যুবলীগের ওয়ার্ডে সুকেলস দাশকে সভাপতি ও মতলিব মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয় । কমিটি ঘোষণা করেন ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কমিটি গঠনের দায়িত্বে থাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু । কমিটি ঘোষণার জের ধরে ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের গ্রুপের ওয়ার্ড যুবলীগের পদ বঞ্চিত নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
পরে রবিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
এঘটনার পর সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ,১০-১৫টি বাড়িঘর ভাংচুর করার খবর পাওয়া যায়।
এঘটনায় মহিলাসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয় । খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় । পরে আহদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় রাখাল বৈষনব(৪০),নিখিল দাশ(৫৫),হলো দাশ(৫৫),খোকন মিয়া(১৯),সাইকুল ইসলাম(২৮)সহ ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
অন্যান্য আহতরা হলেন,মিন্টু দাশ(২৮),নিউটন দাশ,রনক দাশ,ইনরক (৩৫),প্রিয়তুষ(৪০),সুক্রিতি রাণী দাশ(৪০),তৌহিদ আহমেদ সাজু(২২),এমরান মিয়া(২৮), শাহিন মিয়া(২৫),রনজিত দাশ (৪৫),অর্জুন দাশ(৪০),দুলু মিয়া(৪০),শাহিনুর মিয়া(৩০),বাবুল মিয়া(২৭),ছদর উদ্দিন(৪৫),শামীমা(৩৫),ইমন(১৫),সুজাত মিয়া(২৫),মিলন হক(২৫), শাহেল মিয়া(২৩),তৌফিক মিয়া(২৫),দিলোয়ার মিয়া(২০),অধির দাশ(৭৯),মুক্তিজিৎ দাশ (৪৫),অতুল দাশ(৬৩),রিপন তালুকদার(৩৬),সাগর মিয়া(১২),হালিমা বেগম(৫৫) ।
বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানান, যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘুর বাড়িঘরে হামলার ঘটনা ঘটে ।
এব্যাপারে উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে কমিটি ঘোষণার জের ধরে সংঘর্ষের সতত্যা নিশ্চিত করে তিনি বলেন,আমাদের যুবলীগের বর্ধিত সভায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি ঘোষণা না করার সিদ্বান্ত গৃহিত হয় । এর চেয়ে বেশি কিছু আমি জানিনা ।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।