চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের মাদক সম্রাট আকরাম এমরান (৩০) ও তার সহযোগী আক্তার মিয়া (২৮)কে মরণনেশা ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।
আকরাম এমরান আমুরোড গোছাপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র ও আক্তার মিয়া একই গ্রামের আঃ খালেক মুসল্লির পুত্র।
গতকাল রাত সাড়ে ৯টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বাশঁতলা নামক স্থানে প্রতিদিনের মত ইয়াবা বিক্রি করতে আসে ইমরান ও উস্তার।
বিয়ষটি এলাকাবাসী আঁচ করতে পেরে পুলিশ কে খবর দেয়।চুনারুঘাট থানার এসআই মোখলেস আহমেদ একদল পুলিশ সহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান ।
গ্রেফতারের খবর পেয়ে এমরানের স্ত্রী নার্গিস আক্তার ও শ্বাশুরী মফিলা বেগম দেশীয় দাড়ালো অস্ত্রসস্ত্রসহ ঘটনাস্থলে হামলা করতে আসলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে কাছে তুলে দেন।এক পর্য্যায়ে দারোগা মোখলেসর কাছে কান্নাকাটি করে, গন্যমান্য ব্যাক্তিদের সুপারিশে মহিলা বলে তাদের ছেড়ে দেয়া হয়।সকালে এমরান ও আক্তার কে কোর্টে প্রেরণ করা হয়েছে।
তাদের উভয়য়ের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়।এ ব্যাপারে মাদক আইনে চুনারুঘাট থানায় এসআই মোখলেস বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলা নং-১৬ চুনা।
চুনারুঘাট থানার অফিসার ইন-চার্জ কেএম আজমিরুজ্জামান বলেন-মাদকের ব্যাপারে কোন ছাড় নেই,সে যেই হোক ব্যবস্থা নেয়া হবে।