চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের ডাক বাংলো রোডে সিএনজি স্টেশনে পানসি হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকাল ৫টার দিকে পৌর শহরের ডাক বাংলো রোডে ফিতা কেঁটে দি পানসি হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, মিরাশী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হোসাইন আলী রাজন, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, আব্দুল হাই প্রিন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পানসি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আশরাফুল ইসলাম (নাছির) ও কামরুল ইসলাম। দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাজী আলিম উল্লা মাদ্রাসার প্রভাষক মাওঃ আব্দুস সালাম। পরে দোয়া মোনাজত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে পানসি হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।