মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মিনু মিয়ার পুত্র মানিক মিয়া (৫০) জি.আর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগানের তেমুনিয়া মোড় থেকে মানিক মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, মানিক মিয়ার বিরুদ্ধে জি.আর ৯৮/১৩ ইং মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের সাজা সহ অনাদায়ে ১ মাসের জেল ও ৫ হাজার টাকার জরিমানা করা হয়। সে গত ০৪ বছর যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান আসামী গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।