চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদারের উদ্যোগে মোবাইল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকাল ৪টায় ফান্দ্রাইল মাঠে শক্তিশালী পাইকুড়া সবুজ বাংলা ক্লাব বনাম শক্তিশালী ফান্দ্রাইল নবজাগরণ ক্লাবের মধ্যে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার।
উক্ত খেলায় পাইকুড়া সবুজ বাংলা ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে শানখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী ফারুকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাহিনের পরিচালনায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শানখলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েম তালুকদার, উবাহাটা ইউপির সাবেক মেম্বার ছায়েদ মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আঃ হাই তালুকদার, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ, সৌদি প্রবাসী ছাদেক আহমেদ তালুকদার, যুবলীগ নেতা ইমান আলী ওয়াসিম, কাউছার মিয়া, ছাত্রলীগ নেতা এম.এইচ চৌধুরী ছাদী, বিশিষ্ট মুরুব্বি তালিব হোসেন, যুবলীগ নেতা শেখ দেলোয়ার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা বিজয়ী দল হিসেবে পাইকুড়া সবুজ বাংলা ক্লাবের অধিনায়কের হাতে একটি মোবাইল সেট এবং রানার্সআপ দল হিসেবে ফান্দ্রাইল নবজাগরণ ক্লাবের অধিনায়কের হাতে একটি ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদার বলেন, উক্ত ফান্দ্রাইল মাঠে একটি বড় আকারে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সহ এর সম্পর্ণূ ব্যয়ভার তিনি বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন ক্রিকেট খেলোয়ারদের।