এস এম আমীর হামজা।।হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দিততে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মুহিব মিয়া (২৫) নামে এক মাদক বিক্রেতোকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানসহ র্যাব সদস্যরা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মনিরুজ্জামান জানান, তার বিস্তারিত পরিচয়সহ তথ্য পরে জানানো হবে। তবে তার কাছ থেকে আনুমানিক ৯ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলেও জানান তিনি।