মোঃ সুমন আলী খান ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ৩ সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ২ টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামে। সূত্রে প্রকাশ, ওই গ্রামের আরশ আলী দীর্ঘদিন ধরে সিগারেট কোম্পানিতে চাকুরী করে আসছেন। প্রতিদিনের ন্যায় আরশ আলী ওই দিন দুপুরে ভাত খাওয়ার জন্য বাড়িতে আসেন।
এসে দেখেন তার বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী নাসিমা বেগম (৩০) ঝুলিয়ে রয়েছে। তার চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে নাসিমাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
তার আত্মহত্যার কারণ জানা যায়নি। অপর দিকে, নাসিমার অবুঝ ৩ সন্তান মাকে হারিয়ে পাগলের ন্যায় কান্নাকাটি করছে।