বাহুবল প্রতিনিধি ॥ প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সভাপতি ও ইউএই যুবদল নেতা মোঃ আব্দুল আজিজ উজ্জলকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাহুবল থানা যুবদল।
গত রবিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় মিরপুর বাজারে থানা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল থানা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা সাজিদ তালুকদার, বিল্লাল মিয়া, বাহুবল সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহিদ প্রমুখ।
উল্লেখ্য, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সভাপতি মোঃ আব্দুল আজিজ উজ্জল বিগত ২৮ ফেব্র“য়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে সংক্ষিপ্ত ছুটিতে দেশে আসেন এবং ২৭ দিনের ছুটি শেষ করে আজ সোমবার (২৬ মার্চ) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কর্মস্থলে ফিরে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি