নূরপুর প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে সামাজিক সংগঠণ ‘প্রত্যাশার’ উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় হাজী আফরাজ আলী মডেল স্কুল এন্ড কলেজের জিপিএ ৫ প্রাপ্ত ২৩জন কৃতিশিক্ষার্থীদের সামাজিক সংগঠণ ‘প্রত্যাশার’ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নূরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো:মুখলিছ মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নুরপুরের কৃতি-সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিনিউটি লিডার শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফা,মো:ইসহাক আলী ময়না মিয়া,মো:ফরিদ মিয়া,আব্দুল কাদের আছাদ,আব্দুল মালেক,গোলাম সারোয়ার উদ্দিন বাবলু,জি.কে.জুলহাস।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন-‘প্রত্যাশা’ সংগঠনের সভাপতি তরুণ সমাজ সেবক সাংবাদিক এস এইচ টিটু,সাধারণ সম্পাদক মো:ফয়েজ আহমেদ রুবেল,সহ-সভাপতি মনিরুজ্জামান লিটন,যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রুহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল মিয়া, অর্থ সম্পাদক মোঃরিপন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সাকিম মিয়া,সম্মানিত সদস্য-তোফাজ্জল হোসেন অপু,তোফায়েল আহমেদ,মিজানুর রহমান পারভেজ,কাজী মাহমুদ,ইব্রাহীম মিয়া,মো:রাসেল মিয়াসহ এলাকার মুরুব্বীয়ান ও উক্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তরুণ সমাজ সেবক সাংবাদিক এস.এইচ.টিটু বক্তব্যে বলেন- “প্রত্যাশা” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন।এটি প্রথাগত কোন এনজিও নয়। কোন প্রতিষ্ঠিত ব্যক্তি বিশেষের দাতব্য সংস্থাও নয়। “প্রত্যাশা” একদল তরুনের স্বপ্নের ফসল।
তিনি আরো বলেন-মানুষ একা যা দেখে তা স্বপ্ন আর সবাই মিলে একত্রে যা দেখে তায়ই হলো বাস্তবতা। মনের মাঝে লালন করা সেই স্বপ্নই বাস্তবে রূপ নিলো যার নাম “প্রত্যাশা”। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে আমাদের “প্রত্যাশা”। আসুন মানবিক মানুষ হই।সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি মানবিক সমাজ।আর্ত-মানবতার সেবায় নিবেদিত সংগঠন “প্রত্যাশা” আপনাদের সহযোগিতা কামনা করছে।