খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে ঐতিহাসিক ২৫ মার্চ গনহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় ইউএনও সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গনহত্যা দিবসের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে সমাজ সেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়ের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ. আব্দুল খালেক, আঃ গাফফার, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকী বিল্লাহ।
সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ বলেন, উপজেলার ৭টি বধ্যভূমি আজও চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মান কিংবা সংরক্ষনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে প্রশাসনের নাকের ডগায় উত্তর বাজারের মরা খোয়াই নদীর পাশের বধ্যভুমিটি এখন কসাইখানা আর টয়লেটে পরিনত হয়েছে। প্রভাবশালীরা এটি দখল করে দোকানকোটা করে ভাড়া দিচ্ছে। তিনি এ বধ্যভুমিটি দ্রুত দখলমুক্ত করে বধ্যভুমি চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ করার জোর দাবী জানান। সভায় সকল মুক্তিযোদ্ধারা এটি দখলমুক্ত করে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ করার দাবী জানিয়েছেন।
প্রসঙ্গ, চুনারুঘাট পৌর শহরের নাকে ডগায় উত্তর বাজারের বধ্যভূমি ভুমিদস্যুদের হাত থেকে দখলমুক্ত করার দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার মানুষ। ক্ষোভ জনিয়েছেন স্বয়ং উপজেলা চেয়ারম্যানসহ সকল মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডারগণ। স্বাধীনতার ৪৬ বছর পরও শহরের উপকন্ঠের এ বধ্যভূমি দখলমুক্ত এবং সংরক্ষন না হওয়ায় গতকাল রবিবার উপজেলা সভাকক্ষে গণহত্যা দিবসের আলোচনা সভায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে চুনারুঘাটের সকল বধ্যভূমি সংরক্ষন এবং সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্তসহ বীর উত্তম, বীর প্রতীক ও বীর বিক্রম উপাধি পাওয়া মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষনের দাবীও জানান। উপজেলায় স্বাধীনতা যুদ্ধে শহীদ ৫ জন বীর বিক্রম, বীর প্রতিক, বীর উত্তম ছাড়াও একজন সেক্টর কমান্ডারের জন্ম। উপজেলার অসংখ্য মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতিস্তম্ভ ও কবরগুলো নিশ্চিহ্ন হতে চলেছে।