ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিদ্যুৎয়ের লাইন টানাকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের বাড়ীতে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ মার্চ) সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা সংগঠিত হয়।
সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের হাসিমপুর গ্রামের হিন্দু পাড়ার ১৫টি বাড়ীতে বিদ্যুৎ লাইন টানার কাজ চলছিল। এক পর্যায়ে ওই গ্রামের দুইজন লোক তাদের বাধা দেয়। এ সময় তারা বেশ কয়েকটি ঘর ভাংচুর করে। এ ঘটনায় বহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল আহাদকে আটক করে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান, বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।