ফারুক মিয়া, চুনারুঘাট থেকে॥ চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০১৮ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুর ১২টার দিকে চুনারুঘাট সরকারি কলেজে চুনারুঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।
বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পৃষ্ঠপোষক গাজীউর রহমান লন্ডনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু,শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, আব্দুল হাই প্রিন্স, ছাত্রলীগ নেতা ছায়েম তালুকদার প্রমুখ।
চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০৫ জন ছাত্র/ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৯০ জন ছাত্র/ছাত্রী ট্যালেন্টপুলে ও ১১৫ জন ছাত্র/ছাত্রী সাধারণ এ গ্রেডে বৃত্তি লাভ করে। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করেন।