নিজস্ব প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলওয়ে বিভাগের এবং শায়েস্তাগঞ্জ থানার ও শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে থানার অর্ন্তগত সুতাং রেলওয়ে ষ্টেশন সংলগ্ন খেলার মাঠটির চারপাশ দখল হয়ে যাচ্ছে। কতিপয় লোকজন তা কেটে জমির সাথে একাকার করে নিচ্ছে। জানাযায়, ঐ অঞ্চলের শতাধিক বছরের পুরানো ফুটবল খেলার মাঠটি দির্ঘদিন যাবৎ ঐতিহ্য বহন করে আসছে।
কিন্তু ঐ মাঠের চারপাশের কতিপয় কৃষক জমি চাষাবাদের সময় কোঁদাল দিয়ে কেটে মাঠের অংশ জমির সাথে মিশিয়ে দিচ্ছে। ফলে বহুদিনের ঐতিহ্যবাহী মাঠটি চারদিকের সীমানা ছোট হয়ে আসছে। সরকারী জাতীয়ভাবে এবং বাফুফে আইন নিয়ম অনুযায়ী একটি ফুটবল খেলার মাঠের পরিমাণ প্রায় দৈর্ঘ্যে ২৬০ হাত ও প্রস্থে প্রায় ১৭০ হাত নিয়ম থাকলেও কৃষকের দখলের কারণে বর্তমানে দৈর্ঘ্যে ২০০ হাত আর প্রস্থে ১৫০ হাত রয়েছে উক্ত মাঠটি।
অন্যদিকে দর্শকের বসার স্থানতো নেই-ই। তাই এ ব্যপারে সংশ্লীষ্ট কর্তৃপক্ষ নজর দেয়া অতি জরুরী। নতুবা ভবিষ্যতে উক্ত মাঠটি কতিপয় কৃষক লোকদের ক্ষেতে পরিণত হয়ে যাওয়া বিচিত্র নয়। সেহেতু এখনই মাঠটি সংরক্ষণ করা অতীব জরুরী। এলাকার শিশু,কিশোর, আবাল, বৃদ্ধ, বণিতার বিনোদনের চিরচেনা ফুটবল খেলার মাঠটি ধরে রাখা এখনই জরুরী হয়ে পড়েছে। বর্তমানে দর্শকতো দূরের কথা খেলোয়াড়দেরই খেলার স্থান নিয়ে অভিজ্ঞ মহল চিন্তিত ও বিস্মীত। দিন দিন মাঠটি ছোট হয়ে আসার ফলে এখন আর আগের সেই ধারার খেলা হয় না।
আর নেই ফুটবল খেলা নিয়ে কোনো হৈ-চৈ। মাঠের দৈর্ঘ্য-প্রস্থ ছোট হয়ে যাওয়ায় এলাকার খেলোয়াড়রাও দিন-দিন ঝিমিয়ে পড়ছে। আর হারিয়ে যেতে বসেছে উক্ত মাঠটি। যদি মাঠটি কর্তৃপক্ষ দৈর্ঘ্য- প্রস্থ সংরক্ষণ করেন তাহলে এলাকার ঝিমিয়ে পড়া খেলোয়াড়রা আবার গর্জে উঠবে, হবে উদ্ধিপ্ত। প্রতিনিয়ত বিকেলে খেলার মাঠে এলাকার শিশু-কিশোর এবং ফুটবল প্রেমি দর্শকদের পদভারে মূখরিত হয়ে উঠবে মাঠটি।
অন্যদিকে যেসব যুবক- তরুণরা মাদকের ভয়াবহতায় নিঃশেষ হয়ে যাচ্ছে, তাদের সেই সোনালী দিনগুলো খেলাধুলা/বিনোদনের মাঠটিই দিতে পারে হারিয়ে যাওয়া যৌবনের সেই অতিতের খেলার নান্দনিক- নৈপূন্যতা, একটি মাঠ হতে পারে মাদক থেকে ফিরে আসার সহায়ক।