এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলায় পথশিশু ও অসহায়দের মলিন মূখে একচিলতে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রয়াস থেকে ‘প্রত্যয়’ এর সৃষ্টি হয়েছিল।আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটির পক্ষ থেকে একের পর এক মহতি উদ্যোগ নেয়ায় প্রকৃতভাবে অসহায় লোকরা উপকৃত হচ্ছেন।
শনিবার রাত ৯টায় ‘প্রত্যয়’ এর অস্থায়ী কার্যালয়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শায়েস্তাগঞ্জ সমিতির ইউকের সম্মানিত সদস্য বৃন্দকে সামাজিক সংগঠন ‘প্রত্যয়’ এর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ সমিতির ইউকের পক্ষে বক্তব্য রাখেন-এডভোকেট মীর গোলাম মোস্তফা,আব্দুল আহাদ সুমন,জালাল আহমেদ,সেলিম চৌধুরী,মো:আফজাল খাঁন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন গাজীউর রহমান এমরান,লুতফুর রহমান নাইম,এ.কে.এম শরীফ সহ আরো অনেকে।
সামাজিক সংগঠন ‘প্রত্যয়’ এর সদস্যরা বক্ত্যবে বলেন, সবাইকে পাশে পেলে ‘প্রত্যয়’ অসহায়দের মলিন মূখে হাসির মিছিল ছড়িয়ে দিবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা নেতৃত্বের জন্য সংগঠন করেননি।সবাই সদস্য।সবাই সভাপতি।মোট কথা অসহায়দের মুখে হাসি ফুটানো আমাদের কাজ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ‘প্রত্যয়’ এর সকল সদস্য।