নিজস্ব প্রতিনিধি : দেশে প্রতি লাখে ৪৩ জন মানুষ যক্ষ্মা রোগে মারা যান। প্রতি বছর মারা যান ৬৪ হাজার মানুষ। বিশ্বে যক্ষ্মা প্রবণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। দেশে এ রোগে আক্রান্ত এবং মারা যাওয়ার হার বেশি হওয়ার বড় কারণ অসচেতনতা। যার মূলে রয়েছে পুষ্টিহীনতা, শিক্ষার অভাব ও কুসংস্কার। বর্তমানে বাংলাদেশে প্রতি লাখে ৩৮২ জন যক্ষ্মায় আক্রান্ত।
শনিবার (২৪ মার্চ) দিবসটি উপলক্ষ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
২০৩০ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা প্রতি লাখে ১০ জনে নামিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।
সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে ও নিখিল রঞ্জন শর্মার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় যক্ষ্ম নিরোধ সমিতির (নাটাব) হবিগঞ্জ জেলা সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথিন্দ্র চন্দ্র দেব, ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহা, নাটাব সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, হীড বাংলাদেশের সুপারভাইজার মো. মোশারুল হক প্রমুখ।
এবারের যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য ছিল ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’। এর আগে সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, নাটাব, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা ও সদস্যরা এক বর্ণাঢ্য র্যালি বের করে।