ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ উপজেলা ও সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় । নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় মিলিত হন ।
উক্ত প্রতিবাদ সভায় নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক অলিউর রহমান অলি বলেন,”নয়া পুরান স্বৈরাচার মিলেমিশে একাকার” এইদিন দিন নয় আরোদিন আছে,ক্ষমতা চিরস্থায়ী নয় অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন অন্যতায় বাংলার মানুষ ঘরে বসে থাকবেনা, এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলায় সাজা বাতিলের দাবী জানান,এবং নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শেখ শিপনসহ সারাদেশের সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম কাওছার আলম,উপজেলা ছাত্রদল নেতা মুন্সি সাইফুল আলম,মিটন আহমেদ,এবাদুর রহমান চৌধুরী,মুজ্জাকির হোসাইন,উজ্জ্বল চৌধুরী,ছালেউর রহমান,সাজু আহমেদ,আফজল হোসাইন,শামিম আহমেদ,জামিল আহমেদ,জিহান পারভেজ মজিদ,সেজু আহমেদ,শাহ জাহান, শুভ আহমেদ,এনামুল হক,তায়েম চৌধুরী কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম শয়ন,শাহ নেওয়াজ চৌধুরী,হোসাইন তালুকদার,শামসুর রহমান নাসির,কাওছার আহমেদ, এমদাদুল হক,সাজু মিয়া,আবু হাসান প্রমুখ।