মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ “নেতৃত্ব চাই যক্ষ্মা নিমূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাহুবল স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ হাবিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, হীড বাংলাদেশ বাহুবল শাখার টিবি সুপারভাইজার সিতু চন্দ্র পাল, স্বাস্থ্য সহকারি গণেশ চন্দ্র দেব, সিএসসিপি জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিএসসিপি আল ইমরান খান ও গীতা পাঠ করেন সিএসসিপি লিপি রাণী পাল।
সভায় ডা. বাবুল কুমার দাশ বলেন, একনাগাড়ে দুই সপ্তাহের বেশি কাশি, রাতে জ্বর আসা, বুকে ব্যথা ও শ্বাস কষ্ট হওয়া, শরীরের ওজন কমে যাওযা ও ক্ষুধা মন্দা, কফের সাথে রক্ত আসা যক্ষ্মার প্রধান লক্ষণ। ফুসফুসের যক্ষ্মা, হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে মিশে ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সুস্থ্য ব্যক্তির ফুসফুসে ঢুকে সংক্রমিত হয়ে থাকে। যক্ষ্মা রোগ থেকে মুক্তি পেতে সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বক্ষব্যাধি ক্লিনিক, হীড বাংলাদেশ যক্ষা ক্লিনিক, নির্দিষ্ট এনজিও ক্লিনিক, নগর স্বাস্থ্য কেন্দ্র ও মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারেন।
সভায় প্রধান অতিথি নূরুল ইসলাম নূর বলেন, যক্ষ্মা রোগের মতো ব্যাধি থেকে মুক্তি পেতে সকলে মিলে নেতৃত্বের মাধ্যমে যার যার আশপাশে যক্ষ্মা রোগে আক্রান্তদের উদ্বুদ্ধ করে পূর্ণাঙ্গ চিকিৎসার মাধ্যমে রোগমুক্ত করে তুলতে পারলে সমাজ থেকে যক্ষ্মা নামক ব্যাধি থেকে মুক্তি পাব।