হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালের ডায়াগনস্টিক শাখা মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনিসুজ্জামান জানান, এটি বাদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালের একটি শাখা। এখানে অত্যাধুনিক প্রযুক্তির অটোমেটিক যন্ত্রপাতির সাহায্যে সব ধরণের রোগ নির্ণয় যাবে। সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালের বিশেষত্ব হলো এখানে রয়েছে, রেডিওলজি প্রযুক্তির বিস্ময় সম্পূর্ণ অটোমেটিক এক্স-রে মেশিনসহ অন্যান্য সুবিধা। এছাড়াও বাংলাদেশে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন এখানে রোগী দেখবেন।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেম্বার নেতা হাজী এনামূল হক, সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাঃ সমর কুমার ঘোষ, সাবেক সিভিল সার্জন এটিএম আব্দুর রকিব চৌধুরী, পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেওয়ান মিয়া, মফিজুল আলম বাচ্চু, সিদ্ধার্থ শংকর রায় পিনাক, অতিন কুমার চৌধুরী পাপন, সাবেক কাউন্সিলর মমরাজ মিয়া, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি