হবিগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণের চেষ্টার ষড়ষন্ত্রের বিরুদ্ধে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয় হতে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার মোড়ে এক পথ সভা করেছে। পথ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক রাজ চৌধুরী। পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- মাহবুবুর রহমান সানি, কলেজ ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক- আফরোজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক- হেলাল আহমেদ, আজিজ আহমেদ, মুর্শেদ চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা- মানিক মিয়া, মুকুল, হাফিজুল, আজিজ সহ প্রমুখ। এ সময় বক্তারা সজিব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় বিএনপি জামাত জড়িত বলে অভিযোগ করেন।