চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ঘরগাঁও প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার খাজিরখিল খেলার মাঠে ঘরগাঁও উদিয়মান ক্রীড়া চক্রের উদ্যোগে এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত প্রিমিয়ারলীগের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আয়োজক কমিটির বিশেষ তত্ত্বাবধায়নে ছিলেন আহমেদ পলাশ। ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ হারুনুর রশিদ, ইউপি সদস্য পরশ আলী, চুনারুঘাট সাংবাদিক ফোরামে সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাটের ব্যবসায়ী মোঃ সজল মিয়া, রঞ্জন পাল, মোঃ আব্দুল রাকিব, খেলা পরিচালনায় সাইফুল ইসলাম, সাজিদুল ইসলাম, আফরাফুল সুয়েম, মোঃ মিনহাজ ও হৃদয়। খেলায় ঘরগাঁও একাদশ বনাম বন্ধু মহল একাদশ শ্রীকুটা মুখোমুখি হয়।
এতে ঘরগাঁও একাদশ টসে জিতে ব্যাট করে ১৩৩ রানের টার্গেট দেয় বন্ধু মহল একাদশকে। পরে বন্ধু মহল ব্যাট করতে নেমে ১১৫ রানে অলআউট হয় বন্ধু মহল একাদশ। খেলায় ১৭ রানে ঘরগাঁও একাদশ জয়ী হয়। বিজয়ীদের হাতে অতিথিরা একটি এলএডি টিভি তুলে দেন এবং রানার্সাপ দলকে একটি মোবাইল সেট দেয়া হয়। এছাড়াও খেলায় দায়িত্বে থাকা আম্পায়ার ও পরিচালকদের বিশেষ পুরুস্কার দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।