হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জেলার নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক মরহুম আব্দুল হাই আজাদের ৭ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে ।
সোমবার বাদ এশা সাংবাদিক আজাদের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় সাংবাদিক আব্দুল হাই আজাদের মৃত্যু বার্ষিকী পালন করা হয় । আব্দুল হাই আজাদ দৈনিক বাংলা বাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরু প্রধান ছিলেন ।
একাধারে তিনি শিক্ষক,কবি ও লন্ডন প্রবাসী সমাজসেবক ছিলেন । দোয়া ও মিলাদ মাহফিলে আব্দুল হাই আজাদের বড় ভাই আব্দুল আজিজ,ছোট ভাই আব্দুল মান্নান,ছোট বোন গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান(৩) সাফিয়া ইয়াছমিন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে মোনাজাত করেন কায়স্থগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী আব্দুল বাছিত । সাংবাদিক আব্দুল হাই আজাদ ২০১২ সালের ২০মার্চ লন্ডনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন ।