শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিল থেকে বিউটি আক্তার নামে স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনিছুর রহমান।
এর আগে রবিবার বিকেলে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে এ হত্যা মামলাটি দায়ের করেন নিহতের পিতা সাঈদ মিয়া।
গত শনিবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইকলা বাজার সংলগ্ন বিল থেকে ৯ম শ্রেণীর ছাত্রী বিউটির লাশ উদ্ধার করে পুলিশ। বিউটির পরিবারের দাবী বিউটি ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।