মোঃ রহমত আলী ॥ চলালতি মওসুমে হবিগঞ্জে বিস্তীর্ণ এলাকয় বাড়ন্ত বোরো ধানে টুংরো রোগ আক্রমন দেখা দিয়েছে। ফসল রোগাক্রান্ত হয়ায় দিশাহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষক। নিজেদের চেষ্টা থেকে বিভিন্ন সার ও কীটনাশ ব্যবহার করেও এ রোগের আক্রমন থেকে পরিত্রান পাচ্ছেন না তারা। ফলে উৎপাদনের লক্ষ মাত্র অর্জিত না হয়ার আশংকা বাড়ছে।
কৃষক জানান, যখন সবুজের আবায় পুরো মাঠ ভরে উঠার সময় কিন্তু ধান গাছ প্রথম হলুদ বর্ণ হয় তার পর ধীরে ধীরে লালচে বর্ণ সৃষ্টি হয়ে গাছ ছোট হতে থাকে। আক্রান্ত গাছে কখনো শীষ গজায় না। কি দিয়ে ধান রোগ মুক্ত করা যাবে এর কোন উপায় খুঁজে পচ্ছেন না তারা।
এ দিকে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন, গোপায়া ও রিচি ইউনিয়ন এলাকাজুড়ে আবাদকৃত বোরা ধানে ব্যাপকভাবে টুংরো রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু জেলা কৃষি সম্প্রসারণ বিভাগে আক্রান্ত জমির কোনে পরিসংখ্যানের কোন রেকর্ড নাই।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা জানান, এটি একটি ভাইরাস জনিত ধানের টুংরো রোগ। এ রোগ মাটি অথবা বীজ থেকে হতে পাড়ে। তবে সবুজ গ্রাস ফড়িঁং এ রোগের বাহক হিসেবে কাজ করে। এ ফঁড়িং দমন করতে পারলে রোগ বিস্তৃত হবে না।