জসিম উদ্দিন ॥ চুনারুঘাট সরকারি কলেজের অডিটরিয়ামে চুনারুঘাট সরকারি কলেজে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ হারুন মিয়া। উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শেখ আরশাদ আহমেদ মিহাদ। অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধা জানায়।
আলোচনা অনুষ্ঠানে সকল শিক্ষক কর্মকর্তা উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে আলোচনায় প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ কওে জাতিকে এগিয়ে নেবার আহ্বান জানান। তিনি শিক্ষর্থীদের যথাযথ ইতিহাস চর্চা লব্ধ জ্ঞান দ্বারা বঙ্গবন্ধুকে জানার মধ্যে দিয়ে সুনাগরিক হবার দিক্ষা গ্রহন করার আহ্বান করেন।
এরপর অতিথিবৃন্দ ইতোপূর্বে অনুষ্ঠিত “বাংলাদেশের ছাত্র-রাজনীতির আদর্শ নিধারণে বঙ্গবন্ধুর ভুমিকা” শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আলোচনার সভার সভাপতি উক্ত অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।