চুনারুঘাট প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের বনভোজন হচ্ছে। আগামী ২৩ মার্চ শুক্রবার সাংবাদিকরা বনভোজনে যাবেন ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতি সৌধে।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক প্রথম সেবা এর অফিসে বসে আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। চুনারুঘাটের সাংবাদিকরা একতায় বিশ্বাস করেন। তারা কারো ধার ধারেন না। সত্যের পক্ষে এবং অন্যায়-জুলুমের বিপরীতে কলম ধরে যাবেন আজীবন। এই প্রতিজ্ঞায় আবদ্ধ সবাই।
উক্ত বনভোজনে অংশ নেবেন- চুনারুঘাট প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ফোরাম এর অন্তর্ভূক্ত সাংবাদিকবৃন্দ।
উক্ত বনভোজনের উপ কমিটিঃ
*প্রেস ক্লাব: ১। মহিদ আহম্মদ চৌধুরী, ২। জাহাঙ্গীর আলম, ৩। ইসমাইল হোসেন বাচ্চু, ৪। মনিরুজ্জামান তাহের, ৫। সুলতান খান।
* রিপোর্টার্স ইউনিটি : ১। কাজী মাহমুদুল হক সুজন, ৭। ফারুক মাহমুদ, ৮। মোঃ হাছান আলী।
সাংবাদিক ফোরাম : ১। রায়হান আহমেদ, ২। নুর উদ্দিন সুমন, ৩। আজিজুল হক নাসির।
*সার্বিক তত্বাবধানেঃ
কামরুল ইসলাম, জামাল হোসেন লিটন, নুরুল আমিন, আবুল কালাম আজাদ, আঃ রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন।