মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে মনতলা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যুদ্ধের স্মৃতিবিজড়িত গল্প শুনে বিমোহিত হন।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্বেষনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত সভায় মুক্তিযুদ্ধের বর্ণনা করেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর শহিদ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা হেকিম আলী, মুক্তিযোদ্ধা ফজরুল রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বাছির, মুক্তিযোদ্ধা ছিদ্দিক আলী, মুক্তিযোদ্ধা চান্দ আলী।
প্রধান শিক্ষক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলী আমজাদ শাহ, জাহের মিয়া ফকির, গৌরাঙ্গ পাল, শফিকুর রহমান নসু, ইউপি সদস্য কামাল মিয়া প্রমুখ।
মুক্তিযোদ্ধরা বলেন- ১৯৭১ সালে ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ১৯৭৫ সালে ইতিহাসের মহানায়ককে নৃশংস ভাবে খুন করে পাকিস্তানি কায়দায় রাষ্ট্র পরিচালনা করা হয়। এ সময় স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেই অভিশাপ থেকে জাতি এখন মুক্ত হতে চলেছে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয় পতাকাকে সমন্নত করে মাতৃভুমিকে যুদ্ধাপরাধ, রাজাকার, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতি মুক্ত রাখতে হবে। তবেই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে।