নিজস্ব প্রতিনিধি : মাধবপুরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে নাজিম উদ্দিন (২৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের খড়রা গ্রামের আনজব আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান জানান, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন নাজিম। খবর পেয়ে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।