স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৫ বারের সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ৩২ বছর ধরে শ্রমিকদের ভালবাসায় সিক্ত হচ্ছেন। আবারো তিনি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই পদে আর কোনো প্রার্থী না থাকায় বুধবার সংগঠনের নির্বাচন কমিশনার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। ১৯৮৬ সালে প্রথম পরিবহন শ্রমিকরা শহীদ উদ্দিন চৌধুরীকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে অনুরোধ করে বিনা প্রতিদন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করেছিলেন।
এরপর প্রতিটি নির্বাচনেই তিনি আর সেই পদে না থাকার অভিপ্রায় ব্যক্ত করলেও শ্রমিকদের ভালবাসার আহবানে প্রতিবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়ে আসছেন। শুধু জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নই নয়, শ্রমিক আন্দোলনে তার সুযোগ্য নেতৃত্বের জন্য বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি ৩ টার্ম যাবৎ দায়িত্ব পালন করছেন। যে সংগঠনের সভাপতি হলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
সিলেট বিভাগীয় শ্রমিক মালিক ঐক্য পরিষদেরও তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তার সুযোগ্য নেতৃত্বে হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুসংগঠিত হয়েছে এবং শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
শহীদ উদ্দিন চৌধুরী তাকে বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করায় সকল পরিবহন শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।