মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথী আক্তার (৩২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ মার্চ) দুপুরে মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর এলাকা থেকে তাকে আটক করেন মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।
সাথী ওই এলাকার কাজল মিয়ার স্ত্রী।
আটকের সত্যতা নিশ্চিত করে এসআই মমিনুল জানান, সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।