বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে জনতাই পুলিশ পুলিশই জনতা স্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দিবে বলে অঙ্গিকার করলে তাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার।
সোমবার (১২ মার্চ) বিকালে বাহুবল মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
থানার ওসি মো: মাসুক আলীর সভাপতিত্বে থানার ওসি তদন্ত দস্তগীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দীন, সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ) সার্কেল পারভেজ আলম চৌধুরী, কমিউনিটি পুলিশিং সভাপতি মো: আসকার আলী, সাধারন সম্পাদক সোহেল আহমদ কুটি।
এ সময় উপজেলার রশিদপুর চা বাগান এলাকার সাওতাল পল্লীর মুত মিলন সাওতালের ছেলে মাদক ব্যবসায়ী হৃদয় সাওতাল ও বাহুবল গ্রামের মৃত বাদল চন্দ্রের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী শিপ্রা রানী দে মাদক ব্যবসা ছেড়ে দেওয়া ও করবে না বলে অঙ্গিকার করলে তাদের ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
বাহুবল মডেল থানার ওসি মো: মাসুক আলী বলেন তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা রয়েছে। তারা সেই মামলার নিয়মিত হাজিরাও দিচ্ছে।