মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১১ মার্চ) সকালে কলেজ মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মোজাম্মিল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়।
কাওসার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, শিক্ষক হরিশ চন্দ্র দেব, কামেশ রঞ্জন কর প্রমুখ। পরে মনোমুগ্ধকর সংগীত ও নাটক মঞ্চস্থ করা হয়।