স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার এমপি ডটকমের উদ্যোগে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এ ‘কি ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা’ শীর্ষক টকশোতে অংশ নিবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা পর্যন্ত চলবে এই টকশো। তার সাথে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল এবং জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী জাপা’র কেন্দ্রীয় নেতা এমএ মুনিম চৌধুরী বুলবুল। এর আগে হবিগঞ্জের ১ ও ২ আসনের অনুরূপ অনুষ্ঠান পরিবেশিত হয়।