প্রেস বিজ্ঞপ্তি : শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুতাং থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুতাং থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে মোঃ গোলাম কিবরিয়া রায়হানের সভাপতিত্বে ও সৈয়দ মারুপ আহমেদের পরিচালনায় নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন মুখলিছ,শেখ আবিদুর রহমান (বাদশা) সৈয়দ এম.এ.আর মাসুক ভান্ডারী,মোঃ তুরাব আলী,আতিকুর রহমান আলম,রাজিব মিয়া,জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে থিয়েটারের নতুন কমিটিতে মোঃ গোলাম কিবরিয়া রায়হান কে সভাপতি,সৈয়দ মারুপ আহমেদ ও মোঃ ফরহাদ আহমেদ কে সহ-সভাপতি, সৈয়দ আতাউর রহমান সুমন কে সাধারণ সম্পাদক, মোঃ উজ্জ্বল মিয়া কে যুগ্ন সাধারণ সম্পাদক, মমিতুল ইসলাম চৌধুরী ও শেখ সোহানুর রহমান কে সাংগঠনিক সম্পাদক,হামিদুল ইসলাম চৌধুরী রতন কে অর্থ সম্পাদক,ইয়াছিনুল হক নাইম কে সহ-অর্থ সম্পাদক,মোঃ জরিন মিয়া কে প্রচার সম্পাদক এবং মাহবুবুর রহমান রিমন কে সহ-প্রচার সম্পাদক করে নরতুন কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, পরিশেষে সকলই ঋতুরাজ বসন্তের অনুভূতি প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষনা করা করেন।