স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কালনী ট্রেন থেকে ৭ নারী ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার বাসিন্দা অনুফা বেগম, বেদেনা আক্তার, ফরিদা বেগম, রুবিনা খাতুন, বিলকিস আক্তার, স্বপ্না আক্তার, সুমী আক্তার। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করে।
আটকের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ মোঃ সাজিদুল হক বলেন, ওই নারীরা নানা কৌশলে ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। বৃহস্পতিবার ছিনতাই’র চেষ্টাকালে কালনী এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাই কাজে জড়িত রয়েছে। চক্রের বাকী সদস্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।