নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক পাঁচ ডাকাতের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিমের আদালতে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম আহমেদ আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আটক ডাকাতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (চারিনাও) গ্রামের লিলু মিয়ার ছেলে বাহার মিয়া (৩৫), জিতু মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩৬), আবুল কালামের ছেলে ফরহাদ মিয়া (২২), সফর আলীর ছেলে মানিক মিয়া (৪৮), করিম মিয়ার ছেলে দুলাল মিয়া (২০), লিলু মিয়ার ছেলে আব্দুল আউয়াল (২০)। ডাকাত বাহার মিয়া সিলেট ওসমানী মেডিকলে কলেজে চিকিৎসাধীন থাকায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।
গত ১৬ ফেব্রুয়ারি সদর উপজেলার উচাইল চারিনাও এলাকায় দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধসহ ছয় ডাকাতকে আটক করে সদর থানা পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক একদিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।