শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর নামকস্থানে মহাসড়কের পাশ থেকে সড়ক দুঘর্টনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটে। এখন পযর্ন্ত লাশের সনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে যেকোনো অজ্ঞাত গাড়ী ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।