হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর আইডিয়াল হাইস্কুল ভাদৈয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান আলহাজ¦ এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনীল কৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজুমান আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিন্দ্র চন্দ্র দাশ ও পারভীন আক্তার।
বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালক, বালিকা, বড়, ছোট ও মধ্যম ৩০টি ইভেন্টে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মাঝে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৯০ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে ব্যাপক ভূমিকা পালন করে। বিশেষ করে যুব সমাজকে মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে সরকার সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। এ সময় তিনি ঠিকমতো লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিয়মিত খেলাধূলা করার আহবান জানান।
জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য এডডোকেট মোঃ আবু জাহিরসহ অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় পরিবেশিত হয় তাদের নিজের লেখা কয়েকটি সঙ্গীত।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন জাহান সীমা ও গীতা পাঠ করেন বন্যা আচার্য্য।