স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স, বিকেজিসি-গভট স্কুলে ডাবল শিফট চালুসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করায় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে বিশাল সংবর্ধনা প্রদান করেছেন উমেদনগরবাসী।
সোমবার রাতে উমেদনগর পূর্ব এলাকার মুরুব্বীয়ান ও যুবসমাজের ব্যানারে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, আপনারা আমাকে দুইবার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন বলেই আমি ব্যাপক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। তাই সকল উন্নয়ন কর্মকান্ডের কৃতিত্বসহ আজকের সংবর্ধনার মাধ্যমে আমাকে দেয়া সম্মানটুকু আপনি আপনাদেরই উৎস্বর্গ করছি। তিনি বলেন, জনসেবাকে ইবাদত মনে করে আমি দিনরাত জনগণের জন্যই কাজ করে যাচ্ছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের কাজ করার মাধ্যমে আমি সকলের ভালাবাসা অর্জন করেছি। হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে যে ভালবাসা দিয়েছেন তা আমি কোনোদিন ভুলতে পারবো না।
এ সময় বক্তারা বলেন, এডভোকেট মোঃ আবু জাহির এমপি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যে উন্নয়ন করেছেন তা স্বাধীনতা পরবর্তীতে কোনো নেতা করতে পারেননি। এ সময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনেও এডভোকেট মোঃ আবু জাহিরকে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের আলহাজ¦ মোঃ আরব আলী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডেভোকেট এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি রমিজ আলী, জেলা যুবলীগ সহ সভাপতি আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগ নেতা সামছু মিয়া, কৃষক লীগ নেতা আলাউদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মাহবুবুর রহমান সানি প্রমুখ।
এছাড়াও সাবেক রেঞ্জ অফিসার আকবর হোসেন, বিশিষ্ট মুরুব্বী দারেগা আলী, আলী হায়দার, সামছু মিয়া, অরবিন্দু চন্দ্র শীল, রজব আলী, সাহিদ মিয়া মাস্টার, মুনছব আলী, জবান আলী, আশরাফ উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।