বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের টানা তৃতীয় বারের মতো অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি। এছাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষক বইঘর লাইব্রেরীর সত্ত্বাধিকারী মাওলানা কবির আহমদ ও উপজেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল কাইয়ুম অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ২০১১ জন ভোটারের মধ্যে ১১৪৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে অলিউর রহমান অলি ৬১৬ ভোট পেয়ে প্রথম, ইমাম উদ্দিন সরকার ৫৫২ ভোট পেয়ে দ্বিতীয়, মাওলানা কবির আহমদ ৫০১ ভোট তৃতীয় ও মোঃ আব্দুল কাইয়ুম ৩৭৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এছাড়াও ইউপি মেম্বার মোঃ আব্দুল মালিক ৩৫৪, ম্যানেজিং কমিটির বিদায়ী সদস্য ডেকোরেটর্স ব্যবসায়ী আব্দাল মিয়া আখঞ্জী ৩৪৮, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু ২৫৮, মদিনা লাইব্রেরীর সত্ত্বাধিকারী মাওলানা তাজুল ইসলাম ২৪২ ও সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ পেয়েছেন ২২৯ ভোট।
দিনভর উৎসবমূখর এ নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ, সদস্য আব্দুর রউফ মায়া আলী, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, শামিউল ইসলাম প্রমুখ।
নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ আব্দুল মুকিত, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক রফিকুল ইসলাম, অফিস সহকারি আসাদ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুর রউফ মোমেন, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের হিসাব সহকারি সাদিকুর রহমান চৌধুরী সুজন, মাঠ সহকারি বিজয় কুমার দেব, উপজেলা টেকনিশিয়ান হারুন অর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারি মোঃ জসিম উদ্দিন।