ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জীবন সংকেত আয়োজন করেছে স্বজন সংবর্ধনা ও নাট্যপ্রদর্শনীর। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে স্বজন সংবর্ধনা দেয়া হয়। পরে মঞ্চস্থ হয় বীরযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ও তার দাসপার্টির অদম্য যুদ্ধগাথা নিয়ে নাটক ‘জ্যোতিসংহিতা’।
দেশের অন্যতম নাট্য সংগঠন জীবন সংকেত গতকাল শুক্রবার মঞ্চস্থ হয় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক ‘জ্যোতিসংহিতা’। রুমা মোদকের লেখা এ নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী।
এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের অনেক মঞ্চে প্রশংসিত হয়েছে এ নাটকটি। হবিগঞ্জ, সুনামগঞ্জের বীরযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ও দাসপার্টির অদম্য যুদ্ধগাথা নিয়ে নাটক ‘জ্যোতিসংহিতা’। তরুণ প্রজন্মের সঙ্গে বাদানুবাদে সামনে আসে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা অন্বেষনের স্বরূপ। জগৎজ্যোতি যৌবনে প্রগতিশীল রাজনীতি উদ্দীপ্ত করেছিল অকুতোভয় সংগ্রামে। বিশাল ভাটি বাংলায় পাক বাহিনী ও রাজাকারদের কাছে জগৎজ্যোতি দাস ও তার নেতৃত্বাধীন দাসপার্টি ছিল এক মূর্তিমান আতঙ্কের নাম। জগৎজ্যোতিকে হত্যার পর তার মৃতদেহ নিয়ে পৈশাচিক উল¬াসে মেতে উঠেছিল রাজাকার বাহিনী।
গতকাল শুক্রবার স্বজন সংবর্ধনা ও নাট্যপ্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ সফিউল আলম এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব আজিজুল ইসলাম।