বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ নাছির মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০১ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার পুটিজুরী বাজার থেকে তাকে আটক করা হয়। সে চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের রফিক মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইয়াছিন রাসেল ও এসআই ফকরুজ্জামানের যৌথ নেতৃত্বে একদল পুলিশ পুটিজুরী বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা, গাঁজা পরিবনকারী প্রাইভেট কারসহ (ঢাকা-মেট্টো-ক-৪৮৮৮) নাছির মিয়াকে আটক করা হয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ নাছির মিয়া কে আটক করে কোর্ট প্রেরণ করা হয়েছে।