বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এ নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ।
নির্বাচনে ১২৩১ জন ভোটারের মধ্যে ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সর্বমোট ৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী উস্তার মিয়া তালুকদার ৩৫৭ ভোট, আব্দুল ছমেদ ২৯৫ ভোট, ফরিদ মিয়া ২৬০ ভোট ও আজব আলী ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আঙ্গুরা খাতুন ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান ও সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর আব্দুর রউফ মোমেন, উপজেলা কৃষি অফিসের অফিস সহকারি মাহিদুর রহমান।