বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক ও জুয়ার বিরুদ্ধে সভা করেছে কমিউনিটি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের নতুন বাজারে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইয়াছিন রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল মিয়া, ইউপি মেম্বার নানু মিয়া, মতলিব মিয়া, তাহির মিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সাবেক মেম্বার চান মিয়া, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
সভায় বক্তাগণ স্নানঘাট ইউনিয়নে মাদক ও জুয়া বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকারাবদ্ধ হন।