মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা পর্যায়ে নবজাতক ও মাতৃ স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সমাপনী দিনে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন, মেডিকেল অফিসার এমসিএইচ-এফ-পি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: ইকবাল, মা-মনি: এইচএসএস প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটিটর মো: জালাল উদ্দিন ও এইচআইএস-কো-অর্ডিনেটর মোঃ ইমরুল হাসান প্রমুখ।
উক্ত কর্মশালায় আন্দিউড়া, জগদীশপুর এবং বুল্লা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সকল কর্মী উপস্থিত ছিলল।