স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুষার কান্তি দাশ মনু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
সংবাদপত্রের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি প্রয়াত তুষার কান্তি দাশ মনুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত- সোমবার সন্ধ্যায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার তার নিজবাড়িতে দাহ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ছুটে যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এ সময় তিনি প্রয়াতের আত্মীয়-স্বজনদের শান্তনা দেন।