নিজস্ব প্রতিনিধি ॥ খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সংঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় বিএনপির তিন নেতাকে ৬ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে হাইকোর্টের বিচারক উবায়দুল হাসান ও কৃষ্ণা দেব নাথ এ রায় দেন। এর আগে তাদের জামিনের আবেদন করে আইনজীবী নুরুন্নবী উজ্জল।
জামিন প্রাপ্তরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কেন্দ্রীয় যুবদল সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন।
হাইকোর্টের আইনজীবী নুরুন্নবী উজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত আসামীদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন ।